Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প-

শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প- এই প্রকরে্প প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের বিদ্যালয়ের উপস্থির হার,ভালো ফলাফল এর ভিত্তি করে মাসিক ১০০/= টাকা হারে তিন মাসের কিসিত্মতে বছরে চারবার  বৃত্তি  প্রদানকরা হয়। সুজানগর উপজেলার  প্রাথমিক সত্মরে ভর্তিকৃত ৭৫% শিক্ষার্থী এই প্রকল্পের আত্তায় আছে।

 

বয়স্কঃ

স্বাভাবিক শিক্ষার সুযোগ বঞ্চিত ক্ষুদ্র জনগোষ্ঠী উপজাতি বসিত্ম ,কর্মজীবি এবং ঝরে পড়া ৬+-১৪+ বয়সি শিক্ষার্থীরা এই প্রকল্পের আত্ততায় পরিচালিত আনন্দ স্কুলের শিক্ষার্থী অত্র উপজেলার এই রকম শিখন কেন্দ্র বা বিদ্যালয় আছে ৩৩টি। ১১৫৫ জন শিক্ষার্থী একজন শিক্ষক দ্বারা পরিচালিতএই সকল বিদ্যালয়ের শিশুরা প্রতিদিন ২ ঘন্টা সময় বিদ্যালয়ে অতিবাহিত করে।  এদের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালযের শিশুরা যে কারিকুলাম অনুসরন করে এদের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এদের  একইকারিকুলাম।